রাজনীতি না করার ঘোষণা মসিউর রহমান রাঙ্গার

জানুয়ারি ২৮ ২০২৪, ১৮:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় পার্টির সাবেক মহাসচিব দল থেকে বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে মসিউর রহমান রাঙ্গার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, যে দলে গণতন্ত্র নেই সেই দল করে কী হবে। জাতীয় পার্টিতে কোনো গণতন্ত্র নেই।

তাই আগামীতে রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছি। উল্লেখ, দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-১ গঙ্গাছড়া আসন থেকে মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। সেখানে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে তিনি পরাজিত হন।

এর পরে থেকে রাঙ্গাকে আর রাজনীতির মাঠে দেখা যায়নি। নিজেকে এক প্রকার গুটিয়ে রেখেছিলেন। রোববার জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের বহিষ্কৃত নেতাকর্মীদের নিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার অনুষ্ঠানেও মশিউর রহমান রাঙ্গা ছিলেন না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও