বিপিএলের মাঝেই দুবাই উড়ে গেলেন বরিশালের মালিক

জানুয়ারি ২৪ ২০২৪, ১৪:২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জয় দিয়ে বিপিএল মিশন শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপরেই যেন খেই হারিয়ে ফেলে ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম ম্যাচে জয় পেলেও পরপর দুই ম্যাচে হারের তেতো স্বাদ পেয়েছে তামিম ইকবালের দল। এবারের আসরে ফরচুন বরিশালের জার্সিতে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

এরই তিন ম্যাচের তিনটিতে সুযোগ পেয়েছেন তিনি। গতকাল রাতে কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে দুবাই গেছেন এই পাক অলরাউন্ডার। জানা গেছে, সিলেট পর্বের খেলা শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন মালিক। বরিশালের পরবর্তী ম্যাচ আগামী ২৭ জানুয়ারি, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বরিশাল। দুটিতেই হেরেছে তারা। দলের মতো মালিক নিজেও জ্বলে উঠতে পারছেন না। তিন ইনিংসে ১৭*, ৫* এবং ৭ রান করেন তিনি। দুই ইনিংসে হাত ঘুরিয়ে পেয়েছেন মাত্র ১ উইকেট।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও