আয়ের ৫০ শতাংশ মানুষের কল্যাণে দিতে চাই: সালমা

ডিসেম্বর ৩১ ২০২৩, ১৯:৪৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ক্লোজআপ তারকা সালমা আক্তার জানিয়েছেন, আয়ের ৫০ শতাংশ মানুষের কল্যাণে দিতে চান তিনি। সম্প্রতি দেশ রূপান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। সালমা বলেন, একেবারে বাচ্চা বয়সে স্টারডমের স্বাদ পেয়েছি। যখন আমি বুঝতাম না স্টারডম কি জিনিস। আমি সেই সময় লাখো মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছি। আর এর প্রতিদান হিসেবে আমি নিভৃতে মানুষের জন্য কিছু করে যেতে চাই, যা লোক দেখানো নয়।

তিনি বলেন, আমার আয়ের ৫০ শতাংশ মানুষের কল্যাণে দিতে চাই। যাতে পরবর্তী প্রজন্ম বলতে পারে আমি মানুষের জন্য সামান্য কিছু হলেও করতে পেরেছি। আমি চাই মৃত্যুর পর আমার কাজের সুফলভোগীরা যেন আমার জন্য এক ফোঁটা হলেও চোখের পানি ফেলে।

২০২৩ সালে প্রায় শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এর মধ্যে অনেকগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন নামি প্রতিষ্ঠানের ব্যানারে। কিছু গান ছিল নতুন প্রতিষ্ঠানের ব্যানারে। আর বেশ কিছু গান করেছেন নিজের ইউটিউব চ্যানেলের জন্য। তবে নতুন বছরে নিজেকে সমৃদ্ধ করতে চান তিনি। আত্মতৃপ্তির জন্য গাইতে চান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও