ঢাকা ছাড়ার আগে ওবায়দুল কাদেরের দোয়া নিলেন মাহিয়া মাহি

ডিসেম্বর ১২ ২০২৩, ২০:৩৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে আপিল করে গতকাল সোমবার প্রার্থিতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর মধ্য দিয়ে রাজশাহী-১ আসনে তার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যে বাধা ছিল সেটি কেটে গেছে।প্রার্থিতা ফিরে পাওয়ার পরদিন মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন এই অভিনেত্রী।

এদিন বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন তিনি। এ বিষয়ে মাহিয়া মাহি গণমাধ্যমকে জানান, নির্বাচনী কার্যক্রম শুরু করতে আজ রাতেই তিনি ঢাকা ছাড়ছেন। তার আগে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে দোয়া নিতে এসেছেন তিনি।

নায়িকা বলেন, ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই নির্বাচনে জিতবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছি। এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই চিত্রনায়িকা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও