বরিশালে ছিনতাই করে পালানোর সময় আটক-৩
নভেম্বর ১৩ ২০২২, ২০:২১
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় দিন-দুপুরে এক গৃহবধূর স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
এ ঘটনায় চুরি করা স্বর্ণের চেইন ক্রয় করার অভিযোগে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের কালাচাঁদ খানের ছেলে সাব্বির খান (২১), একই উপজেলার কুরগিরচর গ্রামের রশিদ খানের ছেলে আশিক খান (২০), গৌরনদী উপজেলার বাউরগাতী গ্রামের আবু তালেব শিকদারের ছেলে মাহাবুব শিকদার (২৯) এবং ছিনতাই করা স্বর্ণের চেইন ক্রয়কারী ব্যবসায়ী ভুরঘাটা বাজারের ইতি জুয়েলার্সের মালিক বিধান দত্তের ছেলে শিপনাথ দত্ত (২৫)।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। রোববার (১৩ নভেম্বর) সকালে ওই মামলায় গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামের অজিত হালদারের স্ত্রী চিনু বাড়ৈ সড়কের উপর চায়ের দোকানে বসেছিলেন।
এসময় মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী তার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আটককৃত দুইজনের তথ্যানুযায়ী ছিনতাইকারীদের অপর সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।








































