শান্ত-মিরাজে জয়ের পথে বাংলাদেশ
অক্টোবর ০৭ ২০২৩, ১৬:১১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অল্প রানে আফগানিস্তানকে আটকের পর লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ততে জয়ের পথে টাইগার বাহিনী। শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান।
ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৫৬ রানে সবকটি উইকেট হারায় আফগান বাহিনী। ১৫৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে সাকিব আল হাসানের দল। নাজিবুল্লাহ জাদরানের থ্রোয়ে রানআউট হয়ে ফেরেন পাঁচ রান করা তানজিদ। লিটনও তার পথ ধরেন দ্রুত। ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে ১৩ রানে আউট হন ডানহাতি এই ওপেনার।
শুরুর সেই ধাক্কা কাটিয়ে টাইগারদের জয়ের পথে নিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হাসান শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৩ রান। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করা মিরাজ ৫০ ও শান্ত ২৯ রানে ব্যাট করছেন।








































