বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সেপ্টেম্বর ২৮ ২০২৩, ১৪:৫৮
নিজস্ব প্রতিবেদক ॥ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্মদিন উপলক্ষে নানা আয়োজনে বরিশালে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালে ইসলামি ফাউন্ডেশন উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামি ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক কৃষিবিদ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক শাহ্ মো.রফিকুল ইসলাম।
এছাড়াও সিটি কলেজের আয়োজনের হরযত মুহাম্মদ (সা.) এর জবীন ও কর্ম সম্পর্কে আলোচনা সভা, মিলাদ দোয়া মাহফিলসহ ইলামী বই বিতরন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ মশিউর রহমান খান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
অন্যদিকে একই সময় বরিশাল সদর আশেকে রাসূল গোলামবৃন্দরা নগরীরর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তাবারক বিতরন করেন জেলার সমন্বয়ক কামরুন জামান বাবু , সহকারী সমন্বয়ক এআর পিন্সসহ অনন্যরা।








































