ঢাকায় মহাসমাবেশে এসে প্রাণ গেল যুবলীগ নেতার

নভেম্বর ১১ ২০২২, ২৩:১৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সমাবেশে যোগ দিতে এসে জিন্নাত আলী হারুন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাজশাহী থেকে সমাবেশে এসে যোগ দেন তিনি।

জিন্নাত আলী হারুন রাজশাহীর মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, প্রচণ্ড রোদের মধ্যে গরমে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও