নলছিটিতে ইটভাটায় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
নভেম্বর ১১ ২০২২, ২৩:০৮
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে ইটের ভাটায় মাটিচাপা পড়ে সুকুমার মন্ডল (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সারদল এলাকার এমএমআর ইট ভাটায় এ ঘটনা ঘটে।
নিহত সুকুমার মন্ডল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর এলাকার বলাই মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইটের ভাটায় কাজ করার সময় উঁচু মাটির ঢিবি থেকে বড় একখণ্ড মাটি সুকুমার মন্ডলের উপর পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন।
তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুকুমার মন্ডলকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আ/ মাহাদী









































