নগরীতে চোরাই মোটর সাইকেলসহ তিন চোর আটক

নভেম্বর ১১ ২০২২, ২২:০৬

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিনাঞ্চলের মোটর সাইকেল চোরাই চক্রের মূল হোতাসহ দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। এ সময় দুটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

 

শুক্রবার ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলো- মূল হোতা খুলনার মহেশ্বরপাশা নয়াপাড়া কবরখানা রোডের বাসিন্দা মো. সেকান্দার সরদারের ছেলে আবু বকর সিদ্দিক (৪৫), আড়ংঘাটা আসাদের মোড় এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আক্কাস আলী (৪৩) ও মাদারীপুর সদর থানার চর্মগরিয়া এলাকার মৃত হালান গরিয়ার ছেলে নূর ইসলাম (৬৫)। র‌্যাব জানায়, গত ২৩ অক্টোবর নগরী থেকে মো. রাশেদুল ইসলাম রাহাতের মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় র‌্যাব-৮ ক্যাম্পে সে অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে র‌্যাব ছায়া তদন্ত করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এএসপি রেজাউল করিমের নেতৃত্বে একটি দল খুলনার দৌলতপুর ও আড়ংঘাটা এলাকায় অভিযান করে। পৃথক অভিযানে চক্রের হোতাসহ তিনজন আটক হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও