সিআইডির তদন্তে মুলাদীর চাঞ্চল্যকর মনির হত্যা মামলা মোড় নিলো ভিন্ন দিকে!

নভেম্বর ১১ ২০২২, ১৯:৫২

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মুলাদীতে মনির হাওলাদার (৩২) নামের এক যুবককে চোখ উৎপাটনের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা বরিশাল সিআইডি এর তদন্তে ভিন্ন দিকে মোড় নিয়েছে। মনির হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে দায়েলকৃত মুলাদী থানার হত্যা মামলাটি (মামলা নং-৮/২২,জিআর মামলা নং-৪৪/২২) সিআইডিতে(ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) হস্তান্তরের পর থেকেই রহস্য উন্মোচনে মাঠে নামে তদন্তকারি একটি দল।

 

মামলার তদন্তকারি সিআইডি’র এসআই(উপ-পরিদর্শক) রুহুল আমিন এর নেতৃত্বে গত ৬ নভেম্বর এজাহারবর্হিভূত ২জনকে গ্রেফতার করে ওই মামলায় আদালতে সোপর্দ করলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। গ্রেফতারকৃত আসামীরা হলেন বাবুগঞ্জ থানাধীন সাদেক খাঁ গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে মীরগঞ্জ ফেরিঘাটের কাউন্টার ব্যবসায়ী রাজিব হাওলাদার(৩২) ও মুলাদী থানাধীন চরকমিশনার গ্রামের মৃত কদম আলী ব্যাপারির পূত্র শাহ জাহান বেপারি(৫৯)। উল্লেখিত দুইজন গ্রেফতার হওয়ায় স্থানীয়রা মিষ্টি বিতরণ করেন ।

স্থানীয়রা বলেন, মনির হত্যা মামলায় যখন ১১জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছিলো। তখনই আমরা বুজতে পেরেছিলাম স্বার্থ হাসিলের জন্য একটা প্রভাবশালী মহল মামলাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে নিরাপরাধীদের ওই মামলায় আসামী করা হয়। তবে সিআইড এজাহার বহির্ভূত দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করায় আমরা বুজতে পেরেছি মামলাটির জট খুলতে শুরু হয়েছে।

এদিকে সিআইডি সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য মহামান্য আদালতের কাছে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদনের শুনানি আগামী ১৩ নভেম্বর। রিমান্ড মঞ্জুর হলে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে ধারনা করছেন তারা।

জানাযায়, ৪ জুলাই ২০২২ ইং তারিখে ঢাকা পুলিশ হেড কোয়াটার্স ক্রাইম ওয়েস্ট শাখার এআইজি সুনন্দা রায়’র স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে মামলার তদন্তভার পায় বরিশাল সিআইডি। ওই আদেশের পর থেকেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন তদন্ত শুরু করেন। তদন্তভার পাওয়ার ৪ মাস পর তিনি ৬ নভেম্বর সকাল ১১টা২৫ মিনিটে রাজিবকে বাবুগঞ্জ থানাধীন মীরগঞ্জ খেয়া ঘাটের পূর্বপার থেকে গ্রেফতার করেন এবং একই দিন বিকালে বরিশাল সদর রোড থেকে শাহজাহান বেপারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডি(ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) এর এসআই রুহুল আমিন বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য প্রমানের ভিত্তি¡তে আমরা মামলার এজাহার বর্হিভূত দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছি। মনির হত্যার সঠিক তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

তদন্তের স্বার্থে আর কোন তথ্য দিতে পারছি না’। উল্লেখ্য ২৪ মে ২০২২ ইং তারিখ সকাল ৯টায় মুলাদীর চর কমিশনার গ্রামের ঘেরের পাশে দুই শিশু সন্তানের জনক মনির হাওলাদার(২২) এর জবাই করা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১জনকে নামধরা আসামী করে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৪ জুলাই মামলাটি বরিশাল সিআইডিতে হস্তান্তরিত হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও