হাসপাতাল ছেড়েছেন মুফতি ফয়জুল করীম

সেপ্টেম্বর ১০ ২০২৩, ১৪:০২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাসপাতাল ছেড়েছেন।

খুলনায় দলীয় সফররত অবস্থায় গুরুতর অসুস্থ হলে গত ৪ সেপ্টেম্বর তাকে ঢাকার আসগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি ও শহিদুল ইসলাম কবির মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি পরিপূর্ণ সুস্থ হতে আজ বরিশাল চরমোনাই বাসভবনে যাবেন।
গত ৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

খুলনায় মুফতী সৈয়দ ফয়জুল করীমের অবস্থা অবনতির দিকে গেলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ৪ সেপ্টেম্বর জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় এনে আসগর আলী হসপিটালে ভর্তি করা হয়। তিনি প্রথমে আইসিইউ, পরে পিআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ৭ সেপ্টেম্বর তাকে কেবিনে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও