ঝালকাঠিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নার্সকে কুপিয়ে জখম

আগস্ট ২২ ২০২৩, ১৬:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাজমিন জাহান (৩৮) নামে ঝালকাঠি সদর হাসপাতালের এক সিনিয়র নার্সকে কুপিয়েছে এক দুর্বৃত্ত।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে ঝালকাঠি মাও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। সাজমিন জাহান ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের রেজাউল হাসানের স্ত্রী। বর্তমানে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী সিনিয়র নার্স সাজমিন জাহান নিজেই ঝালকাঠি সদর থানায় অভিযোগপত্র দাখিল করেছেন। থানায় অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন- আমি ঝালকাঠি সদর হাসপাতালের কোয়ার্টারে আমার পরিবার নিয়ে বসবাস করি।

প্রতিদিনের মতো আমি সকালে হাসপাতালের ক্যাম্পাসে হাঁটতে বের হই। হাসপাতাল ক্যাম্পাসে হাঁটতে থাকলে গামছা দিয়ে মুখ বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আমাকে একা পেয়ে কুপ্রস্তাব দেয়।

আমি তার কুপ্রস্তাবে রাজি না হলে একপর্যায়ে চাকু বের করে আমাকে ভয়ভীতি দেখায় এবং টানা হেঁচড়া করে। আমি চিৎকার করলে ওই ব্যক্তি তার হাতে থাকা চাকু দিয়ে আমাকে এলোপাথাড়ি কোপ মারলে আমার বুকে এবং ডান হাতে লেগে আমি জখম হই।

পরে আমি দৌড়ে হাসপাতালের মধ্যে চলে যাই এবং দায়িত্বরত চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা দেন। আমার বুকে তিনটি এবং হাতে দুইটি সেলাই লেগেছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগপত্র দাখিল করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও