ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

আগস্ট ১৯ ২০২৩, ১৯:২৫

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে ব্যাটারিচালিত অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির চৌকিদার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ভৈরবপাশা বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, মনির চৌকিদার সকাল থেকে অটোবাইকে যাত্রী নিয়ে ভৈরবপাশা বাজার থেকে ঝালকাঠি যাতায়াত করায় চার্জ শেষ হয়ে যায়। দুপুর ১২টার দিকে ভৈরবপাশা বাজারে একটি গ্যারেজে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক ডা. বৈশাখী বড়াল জানান, অটোবাইক চালককে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও