মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
নভেম্বর ১১ ২০২২, ০০:৩১
মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সুমি আক্তার (৪০) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পৌর শহরের ১ নং ওয়ার্ডের স্থানীয় মোমিনিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন বাসা থেকে ওই সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়। নিঃসন্তান সুমি আক্তার উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকা বাড়ি গ্রামের সৌদি প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, পৌর শহরের ১নং ওয়ার্ডের মোমিনিয়া দাখিল মাদ্রাসার পিছনে সৌদি প্রবাসী হাফেজ মোঃ ওমর ফারুক এর বাসায় চার বছর ধরে মোশারফ হোসেন ভাড়া থাকতেন।স্ত্রী সুমি আক্তার কে ওই ভাড়া বাসায় রেখে তিনি সৌদি আরব যান।বৃহস্পতিবার দুপুরে পাশের বাশার লোকজন সুমি আক্তারের রুমে কোন সারা শব্দ না পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা খুলতে না পেরে টিনের ছাউনি খুলে ভিতরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী সুমি আক্তার কে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পুলিশ সুমি আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের থানা নিয়ে আসেন।এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ কামরুজ্জামান তালুকদার, ইন্সপেক্টর অপারেশন মোঃ আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, সুমি আক্তারের বাসার জানালা -দরজা বন্ধ ছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছেন না।এ বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
আ/ মাহাদী








































