ঝড়ে নৌকাডুবি: নিখোঁজ জেলের লাশ উদ্ধার
আগস্ট ০৩ ২০২৩, ১৬:০৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝড়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে মাছধরার নৌকা থেকে নিখোঁজ জেলে আবুল হোসেন মুসল্লির (৫৪) মরদেহ উদ্ধার হয়েছে। তার ভাই মাওলানা আবু জাফর ও ছেলে মাহমুদুল হাসান মরদেহ শনাক্ত করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় জেলেরা পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়ায় চরের কাছ থেকে মরদেহ উদ্ধার হয়। পরে পুলিশকে জানানো হয়।
আবুল হোসেন মুসল্লির বাড়ি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবার নাম জিন্নাত আলী মুসল্লি। তিনি রায়হানপুর ইউনিয়নের তাবলিগ জামায়াতের আমির।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, আবুল হোসেন বিষখালী নদীতে মাছ শিকার করে জীবন যাপন করতেন। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মাছ ধরার জন্য পাথরঘাটা-বামনার মধ্যবর্তী বিষখালী নদী যান।
সেখানে মোস্তফা মিয়ার ইটের ভাটার ঘাট থেকে ইঞ্জিনচালিত ছোট ট্রলার নিয়ে অন্যান্য জেলেদের সঙ্গে নদীতে মাছ শিকারের জন্য রওনা দেন।
তবে কিছুক্ষণ পর আবুল হোসেনের পাতা জালের থেকে অনেক দূরে তাঁর ট্রলারটি ভাসতে দেখা যায়। তখন অন্য জেলেরা সেখানে গিয়ে ভাসমান অবস্থায় ট্রলারটি পেলেও সেখানে আবুল হোসেনকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এরপর থেকে অনেক খোঁজা-খুঁজি করে না পাওয়ায় বুধবার নিখোঁজ জেলে আবুল হোসেনকে উদ্ধারের জন্য বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
তারাও দুদিন উদ্ধারের চেষ্টা করেছে। অবশেষে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দক্ষিণে ছোনবুনিয়ার চরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
সাইফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুইটার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার নদী উত্তাল হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে-উত্তাল নদীতে আবুল হোসেন ট্রলার থেকে ছিটকে পড়ে গিয়েছিল।’
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনদের অভিযোগ থাকলে সেভাবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’








































