মোবাইল চুরির অপরাধে গৃহকর্মী ও তার পরিবারকে চারদিন ধরে নির্যাতন

জুলাই ১৯ ২০২৩, ১৯:০৫

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। ঝালকাঠিতে মোবাইল চুরির অপরাধে নির্যাতনের শিকার হওয়া গৃহকর্মী রাধারাণী (৪০) তার স্বামী বলাই কর্মকার(৬০)ও মেয়ে সুবর্ণা (১০) কে উদ্ধার করেছে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সাবেকুন নাহার।পরে তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (১৯ জুলাই) দুপুরে শহরের লঞ্চঘাটের নতুন কলাবাগান এলাকায় একটি ভাড়াটিয়া বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। নির্যাতনের শিকার হওয়া গৃহকর্মী রাধারাণী নতুন কলাবাগান এলাকার খলিলুর রহমানের বাড়িতে ভাড়া থাকত এছাড়া ওই এলাকার সোহরাব হোসেনের ছেলে রাসেলের বাড়িতে গৃহকর্মীর কাজ করত।

নির্যাতনের শিকার রাধারাণীর স্বামী বলাই কর্মকার বলেন, আমার স্ত্রী রাসেলের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো বেতন কম হওয়ায় তার বাসায় কাজ ছেড়ে দেয়। রাসেলের একটি মোবাইল হারিয়ে গেলে আমার মেয়েকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে ।

অনেক ভয় ভীতি দেখালে আমার মেয়ে মোবাইল চুরির কথা স্বীকার করে ।পরে মোবাইল ফেরত না দিতে পারায় রাসেল ও তার স্ত্রী মিলে আমাদের তিনজনকে চারদিন ধরে মারধর করে বাড়িতে আটকিয়ে রাখে।এছাড়াও রাসেলের স্ত্রী আমার স্ত্রীর যৌনাঙ্গে আঘাত করে। আমার স্ত্রীকে নির্যাতন করায় দাড়াতে পারছেন না।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ঢাকা মেইলকে বলেন,নির্যাতনের কথা জানতে পেরে তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।যারা নির্যাতন করেছে তাদের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও