নলছিটিতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

জুলাই ০৯ ২০২৩, ২০:১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় ১৯ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিব হাওলাদার (৫০) নামে এক বখাটের বিরুদ্ধে।

রোববার (৯ জুলাই) সকালে মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করেছেন। এর আগে শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

অভিযুক্ত হাবিব হাওলাদার কুশঙ্গল এলাকার মৃত এস্কেন আলী হাওলাদারের ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ১৯ বছরের ওই তরুণী নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। তার মা বাজারে ওষুধ আনতে গেলে সুযোগ বুঝে খালি ঘরে পেয়ে মেয়েকে ধর্ষণ করেন অভিযুক্ত আসামি।

এ সময় চিৎকার শুনে তার বড় ভাই ছুটে আসলে হাবিব পালিয়ে যান। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও