ঝালকাঠিতে কারাগারে হাজতির মৃত্যু

জুলাই ০৮ ২০২৩, ১৯:১৮

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে মো. রফিকুল ইসলাম ওরফে বিপ্লব (৪৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে তার মৃত্যু হয়। ঝালকাঠি কারা তত্ত্বাবধায়ক (জেলার) মো. আক্তার হোসেন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত রফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৌলবীডাঙ্গী গ্রামের মৃত নূর ইসলাম ব্যাপারীর ছেলে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিনি ঝালকাঠি সদর থানার একটি ডাকাতি মামলার আসামি হিসেবে জেলা কারাগারে বন্দি ছিলেন।

ঝালকাঠি কারা তত্ত্বাবধায়ক (জেলার) মোহাম্মদ আখতার হোসেন শেখ জানান, সকালে কারাগারে অবস্থানকালে আসামি রফিকুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারের চিকিৎসক মো. হাবিবুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও