নিখোঁজের চারদিনেও মেলেনি দুই স্কুলছাত্রীর সন্ধান

জুলাই ০৭ ২০২৩, ১৭:৩৫

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠির রাজাপুরে নিখোঁজ চারদিনেও দুই স্কুলছাত্রী সন্ধান মেলেনি। এ ঘটনায় দুই ছাত্রীর পরিবার থানায় সাধারণ নিখোঁজ ডায়রী করেছেন।

নিখোঁজ ছাত্রীরা হলেন,উপজেলার সদর ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার মো. সালাউদ্দিন হাওলাদারের মেয়ে নবম শ্রেনীর ছাত্রী সানজিদা আক্তার মীম (১৪) ও হুমায়ুন কবির হাওলাদারের মেয়ে ৭ শ্রেণীর ছাত্রী মারিয়া ইসলাম শিমু (১২)। তারা দুজনেই রাজাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী।

জানাগেছে, ঐ স্কুলছাত্রী দুইজন একই এলাকায় পাশাপাশি বসবাস করতেন। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রাইভেট শিক্ষকের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

পরে আর তারা বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পরেও চার দিনেও তাদের কোন সন্ধান মেলেনি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় নিখোঁজ ছাত্রীদের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও