ঝালকাঠিতে পানি ও বিদ্যুৎ কেড়ে নিল দুজনের প্রাণ

মে ৩১ ২০২৩, ১৩:২৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঠালিয়ায় এক নারী ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করছে থানার পুলিশ। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে, আরেক জনের খালের পানিতে ডুবে। বিষয়টি নিশ্চিত করেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ জানায়, শৌলজালিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা মো. আব্দুল মজিদ খান (৬৫) আজ বুধবার ভোরে নামাজ পড়ার জন্য খালে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।

অন্যদিকে জয়খালী গ্রামের মো. কদম আলী খানের মেয়ে হাজেরা বেগম (৩৫) সকাল ৯টার দিকে তাঁর নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

কাঠালিয়া থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। সকালে হাজেরা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে।

অন্যদিকে পরিবার আবেদন করায় আব্দুল মজিদ খানের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও