ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ওসি হলেন নাসির উদ্দীন সরকার
মে ৩০ ২০২৩, ২০:৩৭
ঝালকাঠি, প্রতিনিধি।। ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার । মঙ্গলবার (৩০ মে ) পুলিশ সুপার মোহাম্মদ মুহম্মদ আফরুজুল হক টুটুল গত এপ্রিল মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাকে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
জানা যায়, জেলার চারটি থানার মধ্যে ওসি নাসির উদ্দীন সরকারকে সামগ্রিক কর্মতৎপরতায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ প্রসঙ্গে ওসি নাসির উদ্দীন সরকার বলেন, ‘এ পুরস্কার আমাকে ভবিষ্যতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
’আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঝালকাঠি জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার আফরুজুল হক টুটুল স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) , অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) এবং সদর সার্কেল স্যার কে। এই সাফল্য আমার থানার সকল সহকর্মীর ।








































