দেশে ৬৭ শতাংশ মৃত্যু হয় অসংক্রামক রোগ ও রোগের জটিলতায়

মে ০৯ ২০২৩, ১৮:৪৮

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশে বর্তমানে প্রতি ১০০টি মৃত্যুর মধ্যে ৬৭ জনের মৃত্যু হয় বিভিন্ন অসংক্রামক রোগ ও রোগের জটিলতা থেকে। অসংক্রামক রোগ সমূহের মধ্যে উচ্চ রক্তচাপ ও উচ্চ রক্তচাপজনিত বিবিধ হৃদরোগ ও স্ট্রোক (পক্ষাঘাত) ও ডায়াবেটিক এর কারণে সর্বাধিক মানুষের মৃত্যু হয়।

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য সরকার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন স্বতন্ত্র “অসংক্রামক রোগ নিয়ন্ত্রন লাইন ডাইরেক্টরেট” প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রন উদ্যোগ নিয়ে বরিশালে স্বাস্থসেবা প্রদানকারীদের জন্য প্রশিক্ষন কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন বক্তারা।

বরিশাল জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপক সহ অন্যান্য সেবাদানকারীদের জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৭ মে থেকে ৯ মে পর্যন্ত তিনদিন ব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হুমায়ুন শাহীন খান। বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ এর ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর ডাঃ মাহফুজুর রহমান ভূঁইয়া এবং প্রোগ্রাম ম্যানেজার ডাঃ শামীম জুবারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য উপ পরিচালক ডাঃ শ্যমল কৃষ্ণ মন্ডল, বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর এপিডেমিওলজি ও রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ এর প্রোগ্রাম ডিরেক্টর অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী। এসময় বক্তারা আরও বলেন, সরকারী তথ্য অনুযায়ী শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক এর প্রাদুর্ভাব প্রায় সমান হলেও, গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে এ সংক্রান্ত সচেতনতা ও বিভিন্ন সেবা কেন্দ্র থেকে সেবা প্রাপ্তির সুবিধা অত্যন্ত সীমিত। এ বাস্তবতাকে মাথায় রেখে “অসংক্রামক রোগ নিয়ন্ত্রন লাইন ডাইরেক্টরেট” ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সহযোগিতায় “বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রন কর্মসূচী”-শীর্ষক একটি প্রকল্প ২০১৯ সাল থেকে পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করে আসছে।

এ প্রকল্পের আওতায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ একটি অসংক্রামক রোগ নিয়ন্ত্রন কক্ষ স্থাপন এবং উন্নত ও কার্যকর সেবা প্রদানের জন্য সর্বাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উক্ত কক্ষ সজ্জিত করা। সেবা কেন্দ্রে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবাদানকারীদের উন্নত প্রশিক্ষণ এর ব্যবস্থাকরণ ও সেবাকেন্দ্রে আগত রোগীদের ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও আধুনিক রিপোর্টিং পদ্ধতি চালুকরণ এর কার্যক্রম বাস্তবায়ন করছে। এরমধ্য দিয়ে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও পরিচর্যায় সরকারী প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র সমূহের সক্ষমতা বাড়িয়ে তোলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও