ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটিতে পদপ্রার্থী ডজনখানেক নেতা

মে ০৭ ২০২৩, ১৮:৫০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেতে মরিয়া সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের পাশাপাশি বেশ কয়েকজন বিবাহিত, অছাত্র, চাকরিজীবীরাও।

বিবাহিত চাকরিজীবীরা দক্ষিণ জেলায় পদ পেতে স্থানীয় কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালিয়ে পদ ভাগিয়ে নেয়ার চেষ্টায় আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার তৃণমূল নেতা কর্মীরা হতাশ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে সূত্রে জানায়।

দলীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রদল পুনর্গঠন প্রক্রিয়ার অংশহিসেবে নতুন কমিটি ঘোষণা হতে পারে এমনটা আভাস পাওয়া যাচ্ছে। নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে ছাত্রদলের ডজনখানেক নেতা পদ প্রত্যাশায় লবিং তদবির চালাচ্ছেন।

এরমধ্যে নতুন কমিটির আলোচনায় রয়েছে সভাপতি পদে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহম্মেদ সালাহ উদ্দিন, কেশব সুমন সরকার, সৈয়দ আলী হাসান, সদর উপজেলা উপজেলার আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ আরো ৩/৪জন।

সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান নবীন, জোবায়ের তালুকদার মেশকাত, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মুবিনুল ইসলাম (সাদ্দাম), শহর ছাত্রদলের সদস্য সচিব সুমন মন্ডল, নলছিটি উপজেলা ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম রনিসহ আরো ২/৩জন। এরমধ্যে অছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী এমনকি বিবাহিত ব্যক্তি রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

তবে ছাত্রদলের কমিটিতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মতামতকে প্রধান্য দিয়ে কমিটিতে পদ বন্টন হতে পারে বলে তাদের অনুসারীরা জানান।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু জানান, যারা আন্দোলন সংগ্রাম করে মামলা হামলা জেল জুলুন নির্যাতনের শিকার তাদেরকে প্রধান্য দিয়ে সম্ভাব্য নতুন কমিটিতে পদ বন্টন করার জন্য কেন্দ্রীয় সংসদের কাছে অনুরোধ জানান।

জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান জানান, আমার সাথে কারা আছে এবং কারা ছিল না আমার চেয়ে বেশি কেউ জানে না।

দলীয় প্রতিটি কর্মসূচি আমার নেতৃত্বে পালন করা হয়েছে। যারা সাথে ছিলো তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। আশা করি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে জেলায় নতুন কমিটি গঠন করা হবে এবং তৃণমূল নেতা কর্মীদের মতামতের প্রতিফলন হবে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জানান, আমাদের কাছে বেশ কিছু বায়োডাটা এসেছে।

এগুলো যাচাই বাচাই চলছে এবং স্থানীয় সিনিয়র নেতাদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে জেলা কমিটি দেয়া হবে। যদি কারো বিরুদ্ধে অভিযোগ উঠে বিয়ষটি আমরা কমিটি গঠনের ক্ষেত্রে খতিয়ে দেখব।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও