৫ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

এপ্রিল ৩০ ২০২৩, ২০:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী ৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। সাফটা চুক্তিতে এ সিনেমা আমদানির এনওসি’ সংগ্রহ করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ফলে সেন্সর বোর্ডের অনুমতি পেলেই সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে আর কোনো বাধা নেই।

আমদানিকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়ই দেশে “পাঠান” মুক্তি দিচ্ছি। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সকল অনুমতিপত্র আমরা হাতে পেয়েছি।

শুরুতে আমরা ২০টির মতো সিনেমা হলে মুক্তি দেব। যেহেতু ঈদে আমাদের দেশের অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে এবং সেগুলো ভালো যাচ্ছে তাই আমরা দেশের সিনেমাকে গুরুত্ব দিতে চাই৷ আগামী সপ্তাহে ‘পাঠান’ আরও বেশি হলে আসবে।’

আগামী দুই একদিনের মধ্যেই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়বে। সেখান থেকে ছাড়পত্র এলেই শুরু হবে ‘পাঠান’ মুক্তির কার্যক্রম। এদিকে, ‘পাঠান’ মুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছে ঈদে মুক্তি পাওয়া সিনেমার প্রযোজক ও পরিচালকরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও