ইন্দুরকানীতে জাটকা নিধন অভিযান ॥ গ্রেফতার-১
এপ্রিল ২৬ ২০২৩, ১৮:২৭
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে জাটকা নিধন অভিযানে ৫টি মাছধরার বেহুদীসহ ১জনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাতে পিরোজপুর জেলার এনডিসি মোঃ কফিল উদ্দিন এর নেতৃত্বে কঁচা নদীতে বিশেষ অভিযান চালিয়ে চন্ডিপুুর গ্রামের মনির সিকদারের ছেলে হাসিবুল (৩০) কে বেহুদী জাল সহ গ্রেফতার করা হয়। এছাড়া ৪টি বাধা, কয়েকটি ড্রাম ও বিভিন্ন প্রকারের মাছ ধরার জাল উদ্ধার করে বুধবার উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ভূষিভুত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা আঃ বারী, উপজেলা মৎস কর্মকর্তা তপন কুমার বেপারী, ফিসারিস মেরিন কর্মকর্তা আইনুন নিশাত প্রমুখ।








































