বরগুনায় তাবলিগ জামাতে এসে পুকুরে ডুবে মৃত্যু

মার্চ ১৫ ২০২৩, ২০:৩১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঠাকুরগাঁওর থেকে বরগুনায় তাবলিগ জামাতে এসে পুকুরে ডুবে মো. হোসাইন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনার তালতলী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু। তিনি বলেন, পুকুরে ডুবে হোসাইন নামের একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিসয়ে হোসাইনের তাবলিগ জামাতের সঙ্গী আবদুল বাকি বলেন, বুধবার দুপুরের দিকে হোসাইন আমাদের দুই সঙ্গীর সঙ্গে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে নামেন।

এরপর ওই পুকুরের পানির নিচে ডুবে যায় হোসাইন। সঙ্গীরা বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রশাসনকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হোসাইনকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক হোসাইনকে মৃত ঘোষণা করেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও