ঝালকাঠিতে ২০১টি গাঁজা গাছসহ বৃদ্ধ আটক

মার্চ ১২ ২০২৩, ১০:৪৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঠালিয়ায় অভিযান চালিয়ে ২০১টি গাজা গাছসহ এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের বেপারী বাড়ির পেয়ারা বাগান থেকে গাজা গাছগুলো উদ্ধার করা হয়।

আটককৃত রমেন ব্যাপারী (৬০) ওই এলাকার মৃত. গণেশ ব্যাপারীর পুত্র। কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল।

এ সময় পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের ব্যাপারী বাড়ির পেয়ারা বাগান থেকে ২০১টি গাজাগাছ উদ্ধার করা হয়। সেই সাথে চাষী রমেন ব্যাপারীকেও আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। সে এখন থানা পুলিশের হেফাজতে আছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও