‘সংবিধানে নির্দলীয় সরকারের কোনো অস্তিত্ব নেই’

মার্চ ১০ ২০২৩, ১৮:২৯

অনলাইন ডেস্ক :: সংবিধানে নির্দলীয় সরকারের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নানক বলেন, নির্দলীয় সরকার বলতে কোনো জিনিসের অস্তিত্ব বাংলাদেশের সংবিধানে নেই। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন করবে কোন কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যারা নির্বাচিত হবে তারাই দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। নানক বলেন, বিষয়গুলো সরকার খতিয়ে দেখছে।

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত বলেও এ সময় অভিমত ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিএম কলেজের অধ্যক্ষসহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও