মোটর গ্যারেজে চুরি করতে গিয়ে ২ যুবক আটক

মার্চ ০৬ ২০২৩, ১১:২৭

অনলাইন ডেস্ক :: মেহেরপুর নতুন বাস টার্মিনাল এলাকায় একটি গ্যারেজে চুরি করার সময়ে জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন।

এরা হলেন- মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে আশিকু রহমান ও গোরস্থান পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে কালু।

রোববার (০৫ মার্চ) সন্ধ্যার দিকে আশিক ও কালুকে আটক করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, নতুন বাস টার্মিনাল এলাকায় রিজুর গ্যারেজ থেকে বিভিন্ন ধরনের মোটর গাড়ির খুচরা যন্ত্রাংশ চুরি করার সময় আশিক ও কালুকে হাতেনাতে আটক করে জনতা। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও