স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

মার্চ ০২ ২০২৩, ১৫:৫৪

অনলাইন ডেস্ক :: টাঙ্গাইলের ভূঞাপুরে জাহিদ নামে ৭ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ী দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের সুজন তালুকদারের ছেলে।

নিহতের চাচা শামসুল তালুকদার জানান, বুধবার সন্ধ্যার দিকে বাড়তি টাকা আয়ের আশায় বাবার ব্যাটারিচালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয় সে। এর পর খবর আসে পাঁচটিকড়ী এলাকায় তার লাশ পড়ে রয়েছে।

ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, পুলিশ এসে মরদেহ পেলেও ভ্যানগাড়িটি পায়নি। পাশের জঙ্গলে রক্তাক্ত একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

ঘাটাইল থানার ওসি আজাহারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও