বাগদানের ৩ বছর পর ফারিয়ার বিচ্ছেদ
মার্চ ০১ ২০২৩, ১৭:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ৭ বছর প্রেমের পর ২০২০ সালের পহেলা মার্চে প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান সেরেছিলেন দুই বাংলার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া।
ওই বছরের জুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আংটিসহ ছবি দিয়ে বাগদানের খবর প্রকাশ্যে আনেন আলোচিত এই নায়িকা। জানিয়ছিলেন, পরিবারের সম্মতিতেই মার্চে বাগদান সম্পন্ন হয়েছে।
কিন্তু বাগদানের তিন বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে নুসরাত ফারিয়ার বাগদান ভেঙে যাওয়ার গুঞ্জন উঠে। সেই গুঞ্জনই এবার বাস্তব রূপ পেলো।
নিজের বাগদান ও নয় বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ দুপুরে প্রকাশ করেন নায়িকা।
তিনি লেখেন, আমার সকল ভক্ত ও শুভাকাঙ্খীদের কাছে ৩ বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম।
অনেক বাধা এবং চিন্তার পরে রনি এবং আমি ৯ বছর একসাথে থাকার পরে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তার সঙ্গে আমার বন্ধুত্ব অটুট থাকবে। আমি সবার কাছে এই কঠিন সময়ে দোয়া এবং আশীর্বাদ করার জন্য অনুরোধ করব।
আ/ মাহাদী








































