ইন্দুরকানীতে বিষ্ফোরক মামলায় বিএনপি সহ ১০ নেতাকর্মীকে জামিন মঞ্জুর

ফেব্রুয়ারি ২৬ ২০২৩, ১৮:২৪

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি‍॥ পিরোজপুরের ইন্দুরকানীতে ককটেল বিষ্ফোরণের মামলায় যুবদল, ছাত্রদল ও ইউনিয়ন বিএনপি সহ ১০ নেতাকর্মীকে ৬মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

রোববার হাইকোর্টে জামিনের আবেদন করলে শুনানি শেষে আসামীদের ৬মাসের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহ জামিনে থাকা আসামীরা পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান ও ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম শিকদার,আবুল কালাম খান, রিয়াজ বয়াতী,মোঃ নুরুজ্জামান,ইউনিয়ন যুবদলনেতা মোঃ শাহীন খান, মোঃ মিজান, মামুন শিকদার,মিরাজ এ ১০জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন এবং বাকী আসামীদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে উপজেলার বালিপাড়া বাজারের ইউনিয়ন আ’লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরন এবং ৭টি তাজা ককটেল উদ্ধারের ঘটনায় বালিপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি আবুল হোসেন (বাদশা) বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৭৫ জন জ্ঞাত ৬০ জন অজ্ঞাত আসামী করে ইন্দুরকানী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও