পিরোজপুরে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীকে কুপিয়ে হত্যা, আটক ৪

ফেব্রুয়ারি ২৩ ২০২৩, ১১:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্বশত্রুতার জের ধরে আমিরুল ইসলাম হাওলাদার (৪২) নামের এক দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ২টার দিকে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামীণ সড়কে ওই প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই রাতেই ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয় চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েত (৫০), তার ছেলে কলেজছাত্র তাহসিন আরবি (১৮), একই গ্রামের মাহমুদ (১৭) ও মো. হোসাইনকে (১৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রবাসী আমিরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে স্থানীয় চালিতাবুনিয়া দ্বীনিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিল শুনতে যান। মাহফিল শেষে রাত ২টার দিকে তিনি গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় স্থানীয় দেলোয়ার হোসেনের বাড়ির সামনের সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে।

এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সড়কে ফেলে পালিয়ে যায়। আহত আমিরুলের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে কিছুক্ষণ পরে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার। পরে গ্রামবাসী থানায় খবর দিলে রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহত আমিরুলের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত আমিরুলের ভাই অলিউল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, ‘এক মাস আগে চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েতের ছেলে তাহসিন আরবির সঙ্গে আমার ভাই আমিরুল ইসলামের ছেলে তরিকুল ইসলামের মোবাইল ফোন নিয়ে মারামারির ঘটনা ঘটে।

এ ছাড়া পাশের বাড়ির সৌদি প্রবাসীর মেয়েকে তাহসিন আরবি বিয়ে করতে চায়। পরবর্তীতে আমিরুল ওই মেয়েকে তার ভাগ্নের সঙ্গে বিয়ে দেন। এসব ঘটনার জেরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি তাহসিন আরবি তার ফেসবুক আইডিতে আমার ভাইকে হুমকি দিয়ে একটি পোস্টও দেয়।’

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গভীর রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও