প্রাইভেটকারের ধাক্কায় রোলার চালক নিহত

ফেব্রুয়ারি ২০ ২০২৩, ১১:১০

অনলাইন ডেস্ক :: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় বিভূতি ঢালী (৩৫) নামে এক রোলার চালক নিহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিভূতি ঢালী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত মণীন্দ্রচন্দ্র ঢালির ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ আগমনকে সামনে রে‌খে মহাসড়কের বি‌ভিন্ন ক্ষ‌তিগ্রস্ত স্থানে জরুরি মেরামত করার জন্য রোলার নিয়ে গোপালগঞ্জ শহর থেকে কাশিয়ানী উপজেলার ফুকরা যাচ্ছিলেন। পথে ঢাকামুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার রোলারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় এবং রোলার থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন চালক।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বিভূতিকে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

আহত প্রাইভেটকারের তিন যাত্রীকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও