আগুনে পুড়ে যুবক নিহত

ফেব্রুয়ারি ১১ ২০২৩, ১১:০৬

অনলাইন ডেস্ক :: গোপালগঞ্জে আগুনে পুড়ে মুকুল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় একটি গরুসহ টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুকুল শেখ সদর উপজেলার কেকানিয়া গ্রামের আক্তার আলী শেখের ছেলে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় তারা। কিন্তু, ততক্ষনে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে বাড়ির মালিক মুকুল শেখ আগুনে পুড়ে নিহত হয়। এ সময় ঘরের একপাশে থাকা ১টি গরুও আগু‌নে পু‌ড়ে মারা যায়।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, ওই ব্যক্তি প্রচুর পরিমানে ধুমপান করতেন। ধরণা করা হচ্ছে, ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। মুকুল শেখ একাই ওই ঘরে থাকতেন বলে জানান তিনি।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও