রাজাপুরে চেম্বার পরিবর্তন করার জেরে চিকিৎসককে হাতুড়ি পেটা

ফেব্রুয়ারি ০১ ২০২৩, ২০:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুর উপজেলায় চেম্বার পরিবর্তন করার জেরে অর্থপেডিক্স ও ড্রোমা সার্জন এমএ করিম মামুন নামে এক চিকিৎসককে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর-কাউখালির সীমান্তবর্তী নৈকাঠি ব্রিজের কাছে হামলার শিকার হন তিনি।
এ অবস্থায় তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিচ্ছেন।

আহত চিকিৎসক এম এ করিম মামুন জানান, তিনি অ্যাপোলো ক্লিনিকে আগে থেকেই রোগী দেখে আসছিলেন। নবনির্মিত ডক্টরস ক্লিনিকে চেম্বার করার কথা চলছিল।

দুপুরে এ নিয়ে অ্যাপোলো ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে যাচ্ছিলেন তিনি। পথে কয়েকজন হেলমেট পরা যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর কিছু বোঝার আগেই তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যান তারা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পুলক চন্দ্র রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও