চিরকুটে লিখে পরীক্ষার্থীর আত্মহত্যা

জানুয়ারি ২৩ ২০২৩, ১৬:৩৬

অনলাইন ডেস্ক :: চিরকুটে সবার দোয়া কামনা করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রংপুরের কাউনিয়ার সুরমা খাতুন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী।

পুলিশ তার ঝুলন্ত লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। ওই চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ।

রোববার (২২ জানুয়ারি) রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারী টারী গ্রামে এ ঘটনা ঘটে।

সুরমা খাতুন উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারী টারী গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় মিরবাগ ডিগ্রি কলেজ থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সুরমা খাতুন রোববার রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। সোমবার সকালে সুরমার মা মেয়েকে দরজার সামনে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে পরিবারের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার লাশ আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।

এ সময় লাশের পাশে একটি চিরকুটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তিনি ওই চিরকুটে সবার কাছে দোয়াও কামনা করেন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও