পটুয়াখালীতে কনকনে শীতে কাঁপছে নিম্ন আয়ের মানুষ
জানুয়ারি ২১ ২০২৩, ১৫:৫৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এ যেন মাঘের শীত বাঘের গায়ে লাগার মতো অবস্থা। উত্তরের শীতের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পটুয়াখালী।
কনকনে শীতের ঠান্ডায় কাঁপছে নিম্ন আয়ের মানুষ। স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন।
এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে কষ্টে ভুগছেন নিম্ন আয়ের মানুষ। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
কনকনে ঠান্ডার কারণে জীবন-জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবিদের। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন জেলার মাঝি মাল্লারাও।
পটুয়াখালী আবহাওয়া অফিস থেকে জানা গেছে শনিবার (২১ জানুয়ারি) পটুয়াখালীতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান এই তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
আ/ মাহাদী








































