বঙ্গবন্ধুও জাতীয় ঐক্য করে গেছেন- আনোয়ার হোসেন মঞ্জু

জানুয়ারি ১৮ ২০২৩, ২২:১৫

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে নিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ঐক্য করে ছিলেন। আমারা যা কিছু পেয়েছি স্বাধীনতার জন্য পেয়েছি।

ভান্ডারিয়া পৌরসভাকে ‘গ’শ্রেণী থেকে ‘খ’শ্রেণীতে উন্নীত করায় গতকাল বুধবার দুপুরে ভান্ডারিয়া পৌরসভা আয়োজিত স্থানীয় শেখ কামাল অডিটরিয়ামে পৌর কাউন্সিলর, সহায়ক কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।

নব নিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন, আতিকুল ইসলাম উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, আসমা আক্তার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, পৌর কাউন্সিল গোলাম সরওয়ার জোমদ্দার, উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামূল কবির টিপু সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ।

আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, ৩৮ বছর ধরে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার কথা বলেছি। ব্যক্তি যতবড়ই শক্তিশালী হোকনা কেন ঐক্য বদ্ধ না থাকলে সঠিকভাবে কাজ করা সম্ভব নয়। সরকার যে অর্থ বরাদ্দ দেয় তার সঠিকভাবে কাজ হলে এদেশের চেহারা পাল্টে যেত। দেশ চালাতে হলে লেখা পড়া জানা প্রয়োজন। তিনি বর্তমান প্রজম্মকে পড়ালেখা প্রতি মনোযোগি হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও