দখলদারদের দখলে সরকারি খাস পুকুর
জানুয়ারি ১৬ ২০২৩, ১৮:২৮
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহীপুরে দখলদারদের দখল তান্ডবে ৫২ শতক আয়তনের পুকুরটি এখন অস্তিত্ব সঙ্কটে পড়েছে। সেইসঙ্গে পুকুরের চারদিকে পাড়ের ৩১ শতক খাস জমিতে তোলা হয়েছে অন্তত শত স্থাপনা।
অবৈধ এসব স্থাপনার সংখ্যা ক্রমশ বাড়ছে। এরা আবার কেউ কেউ স্থাপনা তুলে পজেশন হস্তান্তর করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জানা গেছে, জেএল নম্বর ২৬ এর শিববাড়িয়া মৌজার এক নম্বর খাস খতিয়ানের এসএ ৩১২৬ নম্বর দাগে পুকুরটির অবস্থান। আয়তন ৫২ শতক। আর এসএ ৩১২৫ নম্বর দাগে পুকুর পাড় রয়েছে ৩১ শতক জমি।
এই ৮৩ শতক খাস জমি এখন দখলদারদের দৌরাত্ম্যে হারাতে বসেছে। সর্বশেষ বিএস জরীপেও এটি পুকুর এবং পুকুর পাড় হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বর্তমানে আশপাশের দোকানিসহ বাসাবাড়ির লোকজন প্রয়োজনে এক কলসী পানি নিতে পারে না পুকুরের কোনো অংশ দিয়ে।
তবে মহিপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, পুকুরপাড়সহ পুকুরটি অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে জানা গেছে, উক্ত পুকুরপাড় দখলে মহিপুর তহশীলের কর্মকর্তারা অনেকটা দায়ী। তারা এটিকে চান্দিনা ভিটি দেখিয়ে ১৪১২-১৪১৫ সাল পর্যন্ত ইজারা দিয়েছে। একটি পুকুর বিভাবে ইজারা দেয় তা সচেতনমহলকে ভাবিয়ে তুলেছে। এখন ওই ইজারার মেয়াদও নেই।








































