শুধু সমাবেশ না, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আমু

জানুয়ারি ১২ ২০২৩, ১৯:৩১

নলছিটি প্রতিনিধি ‍॥ ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একজন অভিভাবককে বুঝতে হবে মাদকের সঙ্গে তার পরিবারের কেউ জড়ালে সমাজের কেউ তাদের ভালো চোখে দেখবে না। শুধু সমাবেশ না, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১২ জুনয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটিতে থানা পুলিশের আয়োজনে এক সমাবেশে তিনি একথা বলেন। সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী এ সমাবেশের আয়োজন করা হয়।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আকতারুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ, পৌরমেয়র ওয়াহেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দে, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও