বরগুনার ‘ভাড়ানী’ এখন বিপজ্জনক
জানুয়ারি ১২ ২০২৩, ১৩:২১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুই পাড় রক্ষার উদ্যোগ না থাকায় ভাঙছে বরগুনার প্রাণ ঐতিহ্যবাহী ভাড়ানী খাল।
বিলীন হচ্ছে দুই পাড়ের সড়ক, বসতবাড়ি, বিদ্যুতের খুঁটি। ঝুঁকিতে আছে ১০টি সেতু। যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে দু’টি সেতুতে। চরম ভোগান্তিতে স্থানীয়রা।
বরগুনা পৌর শহরের বুক চিরে বয়ে যাওয়া ভাড়ানী খাল দখল, দূষণে একসময়ের মৃতপ্রায় এ খাল উদ্ধার করা হয় ২০১৯ সালের এপ্রিল মাসে।
পুনখননে প্রাণ পায় খালটি। কিন্তু খননের পর খালের দুই পার রক্ষায় কোন উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এতে দুই পাড়ে শুরু হয়েছে ব্যাপক ভাঙন।
সড়ক ভেঙে যাওয়ায় জেলা শহরের সাথে সদর উপজেলার তিনটি ইউনিয়নসহ তালতলী উপজেলার সড়ক পথে যোগাযোগ ব্যহত হচ্ছে। ভোগান্তিতে পথচারীরা।
বেশি ভোগান্তিতে পৌরসভার নাগরিকরা। ভাঙন রোধে পৌরসভার অংশটুকুতে স্থায়ী ব্লকের বাঁধ চান পৌর মেয়র।
জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা কোনো কাজে আসছে না। খালের দুই পাড় রক্ষায় প্রকল্প নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
২০২০-২১ অর্ধবছরে পানি উন্নয়ন বোর্ড ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে খাল খনন করলেও রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় হতাশ স্থানীয়রা।
আ/ মাহাদী








































