নতুন রূপে ডিপজল
জানুয়ারি ১১ ২০২৩, ১১:১৫
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজল। অভিনয় থেকে কিছুদিন বিরতিতেই ছিলেন এই অভিনেতা। তবে দীর্ঘবিরতির পর আবারো পর্দায় ফিরছেন তিনি। প্রথমবারের মতো তার ভক্ত-অনুরাগীদের জন্য ওটিটিতে চমক নিয়ে এলেন ডিপজল।
গতকাল স্ট্রিমিং প্ল্যাটফরম বায়োস্কোপে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজে ‘কাবাডি’। সিরিজটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ। এই ছবির মাধ্যমে নতুন রূপে ফিরেছেন ডিপজল। ওয়েব সিরিজটি চার বন্ধুর গল্প নিয়ে নির্মিত হয়েছে। ছবিতে চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। তবে ঘটনার পরিক্রমায় এক পর্যায় তারা জ্যাকপট লাভ করে।
এরপরেই তাদের সঙ্গে পরিচয় হয় ডিপজল এবং মিশা সওদাগরের। আর সেখান থেকেই শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের যাত্রা। ডিপজল ও মিশা ছাড়াও ‘কাবাডি’তে আরও অভিনয় করেছেন ইন্টারনেট সেনসেশন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু, জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ প্রমুখ। এদিকে ডিপজল নতুন কয়েকটি ছবির কাজও শুরু করবেন বলে জানালেন।
তিনি বলেন, কিছুদিন ব্যস্ততা থাকায় নতুন ছবির শুটিং করতে পারিনি। তবে আবার শুরু করছি শিগগিরই। তাছাড়া কয়েকটি সিনেমা তৈরিও হয়ে আছে, সেগুলো সামনে মুক্তি দেবো।








































