বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জানুয়ারি ০৮ ২০২৩, ১৯:৫৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইরতিজা হাসান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনা গ্রামের সোনার বাংলা গ্রামের মো. বজলুর রহমানের ছেলে।
রোববার (৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে বাড়ির সামনে রাস্তার ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ইরতিজা। এর পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বেতাগী সাব-জোনাল অফিসের জুনিয়র সহকারী প্রকৌশলী বিমল চন্দ্র শীল বলেন, সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও