নিজস্ব প্রতিবেদক: ভারতের আলোচিত-সমালোচিত তারকা উরফি জাভেদকে উদ্ভট এবং খোলামেলা পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয়। পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন, কোনোকিছুতে পাত্তাই দেননি এ নায়িকা।
যে কারণে পোশাক পরতে চান না উরফি জাভেদ!
জানুয়ারি ০৮ ২০২৩, ১৯:৪১
এবার সেই খোলামেলা পোশাক পরিধানের হাস্যকর কারণ জানালেন উরফি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের অনাবৃত পায়ের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এবারের শীতে আমি পা ঢাকা উলের জামাকাপড় পরেছিলাম, তারপরেই অ্যালার্জি শুরু হয়ে যায়। এই কারণেই আমি বেশি পোশাক পরতে চাই না। পোশাক আমার জন্য না। পোশাক পরলেই আমার শরীরে অ্যালার্জি হয়।’
উরফির এমন খোঁড়া যুক্তিতে হাসছেন নেটিজেনরা। বরাবরের মতো হচ্ছেন ট্রলের শিকার।








































