সিত্রাংয়ের তান্ডব

বরিশালে ক্ষতিগ্রস্ত সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

নভেম্বর ০১ ২০২২, ২০:১০

নিজস্ব প্রতিবেদক ॥ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে জেলার গৌরনদী উপজেলার গ্রামীণ পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জরুরি ভিত্তিত্বে ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ কিলোমিটার পাকাসড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরমধ্যে একাধিক সড়ক ধ্বসে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করে জেলায় তালিকা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও