ঝালকাঠিতে সমাজসেবা দিবস পালিত
জানুয়ারি ০২ ২০২৩, ১৫:৫৫
ঝালকাঠি প্রতিনিধি : উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়, এ স্লোগান নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠি পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্সে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক স্বপন কুমার মুখার্জী ও জেলা সমাজসেবা কর্মকর্তা শাহপার পারভীনসহ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।








































