ঢাকা-বরিশালের লঞ্চে তিনদিনের ছুটিতে যাত্রীদের চাপ

ডিসেম্বর ২৪ ২০২২, ২৩:৫১

ডেস্কপ ্রতিবেদক ‍॥ দীর্ঘদিনের যাত্রী খরা কাটিয়ে কানায় কানায় পূর্ণ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল এসেছে লঞ্চগুলো। শুক্র-শনিবার বন্ধের সঙ্গে যোগ হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। টানা এই তিনদিনের বন্ধে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটাতে চলে এসেছেন বরিশালে।

বরিশাল ভ্রমণে সবার পছন্দের তালিকায় থাকে ঢাকা-বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চগুলো। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে অনেকটাই যাত্রীক্ষরায় ভুগছিলেন লঞ্চ মালিকরা। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে অনেক লঞ্চ মালিক লোকসান এড়াতে লঞ্চ বিক্রির প্রস্তুতিও নিয়েছিলেন।

বিজ্ঞাপন

তবে এ দুদিন আগের রূপ ধারণ করে লঞ্চগুলো। এমন যাত্রীচাপ সব সময় থাকুক এমনটাই প্রত্যাশা করছে লঞ্চ কর্তৃপক্ষ। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের কথা মাথায় রেখে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম টাকায় যাত্রী পরিবহন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পরিবার-পরিজন নিয়ে ঢাকা থেকে বরিশালে আসা মিরাজ তালুকদার বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চের কেবিনের টিকিট পেতাম কোনো ভোগান্তি ছাড়াই। কিন্তু এই তিনদিনের ছুটি পড়ে যাওয়ায় কেবিনের টিকিট পেতে অনেক বেগ পোহাতে হয়েছে। চার-পাঁচজনের কাছে এক সপ্তাহ আগে থেকে ধরনা দিয়ে কোনোমতে একটি ডাবল কেবিনের টিকিট সংগ্রহ করতে পেরেছি। এখন আবার যাওয়া নিয়ে টেনশনে আছি।

বিজ্ঞাপন

তিনদিনের ছুটিতে বরিশালে আসা আরেক লঞ্চযাত্রী মাসরেফুর রহমান বলেন, দুটি ডাবল কেবিনের জন্য এক সপ্তাহ আগে থেকে আমার মামা বরিশালের প্রতিটি লঞ্চ কাউন্টারে গিয়ে ঘুরেছেন। কোনোমতেই টিকিট মিলছিল না। শেষে বুধবার একজন তাদের টিকিট ক্যানসেল করায় আমরা টিকিট পেয়েছি। এখন যাওয়ার বেলায়ও একই সমস্যায় পড়েছি। যাওয়ার টিকিট এখনো কনফার্ম হয়নি।

বরিশাল নদীবন্দর সূত্রে জানা যায়, তিনদিনের ছুটির কারণে অনেকেই লঞ্চযোগে বরিশালে এসেছেন। লঞ্চগুলো দীর্ঘদিন পর পরিপূর্ণ যাত্রী নিয়ে ঘাটে ভিড়েছে। লঞ্চের ডেক থেকে শুরু করে প্রতিটি কেবিন ছিল যাত্রীতে পরিপূর্ণ।

ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী অ্যাডভেঞ্চার লঞ্চের ব্যবস্থাপক হুমায়ূন কবির জাগো নিউজকে বলেন, দীর্ঘদিনের যাত্রী খরা না কাটলেও অনেক দিন পর লঞ্চগুলো পরিপূর্ণ যাত্রী পেয়েছে। তবে ডেকের তুলনায় কেবিনের চাপ বেশি ছিল। আবার বরিশাল থেকেও এরই মধ্যে সবগুলো কেবিন আগাম বুকিং হয়ে গেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যাত্রীদের সুবিধার্থে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও অনেক কম টাকায় আমরা যাত্রী সেবা দিচ্ছি। চাই সব সময় এমন যাত্রীর চাপ থাকুক।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, তিনদিনের বন্ধে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে নদীবন্দর। কর্মব্যস্ততা বেড়েছে সবার। আমরা যাত্রীদের নিরাপত্তায় সার্বক্ষণিক তদারকি করছি। এছাড়া আমাদের সার্বিক সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও