আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ৭দিন ওষুধ ফ্রি দেবেন ব্যবসায়ী
ডিসেম্বর ১৮ ২০২২, ১৮:৪৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের ইন্দুরকানীতে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ৭দিন ওষুধ ফ্রি দিতে চান ব্যবসায়ী জাহিদ হাসান। আজ রোববার বিকেলে তার ফেসবুকে স্টাটাস দিয়ে এই ঘোষনা দেন তিনি।
জানা যায়, উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ঘোষেরহাট বাজারে ঔষধ ব্যবসায়ী জাহিদ হাসান আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তার দোকানের সকল প্রকার ঔষধ ফ্রি দিবেন বলে ঘোষণা দিয়েছেন।
জাহিদ হাসান বলেন,‘আমি আর্জেন্টিনা দলের একজন সমার্থক। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আমার দোকানের সকল প্রকার ঔষধ ৭ দিনের জন্য সবাইকে ফ্রি দিব। আর কিছু চাই না, শুধু মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাই।’
ঘোষেরহাট বাজার কমিটির সভাপতি মাকিদুল ইসলাম শিকদার বলেন, ‘খেলায় হার জিত আছে। ঔষধ ব্যবসায়ী জাহিদের আর্জেন্টিনা দলে প্রতি এমন ভালোবাসা দেখে আমরা খুশি। আমরাও চাই মেসির হাতেই উঠুক ট্রফি।’
আ/ মাহাদী








































